উদায়স্থ হরিণাম সংকীর্ত্তন-২০২৪

উদায়স্থ হরিণাম সংকীর্ত্তন-২০২৪

উদায়স্থ হরিণাম সংকীর্ত্তন-২০২৪

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা
উদায়স্থ হরিণাম সংকীর্ত্তন-২০২৪

 সুধী
আসছে ২২ জুন, শনিবার  টরন্টো দুর্গাবাড়ীতে উদায়স্থ হরিণাম সংকীর্ত্তন- ২০২৪ অনুষ্ঠিত হবে। জগতের মঙ্গলের জন্য  আপনাদের সহৃদয় সহযোগিতা এবং সপরিবার ও সবান্ধব অংশগ্রহনে সার্থক হোক এই আয়োজন।

অনুষ্ঠান সূচী

অধিবাস: ২২ জুন, শনিবার  ,সন্ধ্যা ৮.০০টা
ভাগবত পাঠ ও ঘট স্থাপন:শ্রী অমিয় ভূষণ দেব, মন্ট্রিয়ল।
হরিনাম সংকীর্ত্তন শুরু হবে মঙ্গল আরতী দিয়ে:
২৩ জুন,  রবিবার ,ভোর ৪:৩০ টা
অবিরাম চলবে রাত ১০ টা পর্যন্ত

সংকীর্ত্তনে অংশগ্রহণকারী দলঃ
ইসকন টরন্টো, ইসকন ব্রাম্পটন,ইসকন মন্ট্রিয়ল, শিব সম্প্রদায়:মিশিগান, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়: টরন্টো ও টরন্টো দুর্গাবাড়ী।

দুপুর হইতে রাত পর্যন্ত প্রসাদের ব্যবস্থা

বিনীত

টরন্টো দুর্গাবাড়ী
৬৪৭২০০৫৪০৭,৬৪৭৫৫৪১৩৩৩
৬৪৭৭১৩২৩৩২/৪১৬৬০৫১৯৭৭

Share:

Leave your comments