Toronto Durgabari Fine Arts Centre

সুপ্রিয় সুহৃদ,

চারুকলা উপসনার অংশ। হিন্দু পুরাণে এর ব্যবহার অপরিহার্য। আজ সারাবিশ্বেও
গবেষকদের কাছে চারুকলাও হিন্দুধর্ম এক আকর্ষনীয় বিষয়বস্তু। আগামী প্রজন্ম
বেড়ে উঠছে উন্নত দেশে, উন্নত পরিবেশে। তবুও কোথায় যেন হিন্দুধর্মীয় শিক্ষার
কিছুটা অভাব। সেই তাগিদ থেকে টরন্টো দুর্গাবাড়ী চালু করছে “ টরন্টো
দুর্গাবাড়ী চারুকলা কেন্দ্র”:Toronto Durgabari Fine Arts Centre: : যেখানে
গীতা শিক্ষা, সঙ্গীত,পিয়ানো,কীবোর্ড নৃত্যসহ অন্যান্য উপাদান অর্ন্তভুক্ত থাকবে।

এভাবেই এগিয়ে চলেছে টরন্টো দুর্গাবাড়ী। এই পবিত্র স্থান আমার আপনার সকলের।
দুর্গাবাড়ীর উন্নতিকর্মে আপনাদের কাছে নিবেদন থাকছে সকলে এগিয়ে আসুন এবং
সকলের সহযোগিতায় ভবিষ্যত প্রজন্মের জন্য নিজস্ব ধর্ম ও কৃষ্টি রক্ষার সোপান
হোক টরন্টো দুর্গাবাড়ী।

For Details Info and registration Please Visit
http://www.torontodurgabari.com or call
647-200-5407